চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডে চার’শ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-২৯ ২১:০২:৩৯ || আপডেট: ২০২০-০৪-২৯ ২১:০২:৪৪

প্রদীপ শীল, রাউজানঃ

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে রাউজানের সাংসদ জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি’র সুযোগ্য সন্তান তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী এর উদ্যোগে “তারুণ্যের ছায়া” সংগঠনের ব্যবস্থাপনায় ৪০০পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। ২৯ এপ্রিল রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় ফজলে করিম চৌধুরী এমপি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়ে বলেন, করোনাভাইরাস সারা বিশ্বে একটি মহা সংকট সৃষ্টি করেছে। আগামীতে সারা বিশ্বে খাদ্য সংকট সৃষ্টি করবে। করোনায় যত মানুষ মারা না যাবে, তার চেয়ে দিগুণ মানুষ খাদ্য অভাবে মারা যাবে। তাই আমাদের মিতব্যয়ী হতে হবে। প্রয়োজনে এক তরকারী দিয়ে ভাত খাওয়া অভ্যাস করতে হবে। বেশী বেশী করে চাষাবাদ করতে হবে। কোন জমি খালি রাখা যাবে না। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি জমির উদ্দীন পারভেজ, রাউজান পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসান, রাউজান পৌরসভা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোমেন শরীফ, রাউজান উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আকিব, ৪নং ওয়ার্ড যুবলীগ নেতা ওসমান, তারুণ্যের ছায়া সংগঠনের সাইফুল ইসলাম, মোহাম্মদ নুরুল আলম, মোঃ বোরহান, উমর ফারুখ মাফি, নুরুল আজম, মাহফুজ ইসলাম, আব্দুল আওয়াল সাব্বির, শাহাবুদ্দিন, মোঃ রোবায়েত, মো. মোস্তফা সহ আরো অনেকেই। রাউজান পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন জানান, ৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষ সাংসদ ফজলে করিম চৌধুরীর উপর আস্থাশীল। করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষকে সাংসদ এই পর্ষন্ত চার দফায় খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে নিম্ন আয়ের লোকজন। চলমান আছে সরকারের ১০ টাকায় প্রতি কেজি চাউল কার্যক্রম। তিনি বলেন এই এলাকার কোন লোক না খেয়ে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *