চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

এডমিন বীর কন্ঠ

৫২ পরিবার পেল খিল হিঙ্গুলী লোকনাথ ধামের উপহার

প্রকাশ: ২০২০-০৪-২৯ ১১:০৯:৫৬ || আপডেট: ২০২০-০৪-২৯ ১১:১০:০৩


মিরসরাই প্রতিনিধি, বীর কন্ঠ :


মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে অবস্থিত খিল হিঙ্গুলী শ্রী শ্রী লোকনাথ ধামের উদ্যোগে ৫২ পরিবারকে উপহার সামগ্রী দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে লোকনাথ ধাম প্রাঙ্গণে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় খিল হিঙ্গুলী লোকনাথ ধামের উপদেষ্ঠা নটবর দত্ত, খিল হিঙ্গুলী কালী বাড়ি কমিটির সভাপতি অরুন দে, খিল হিঙ্গুলী পূজা উৎযাপন কমিটির সাবেক সভাপতি অজিত দত্ত, চিম্মল সেন, খিল হিঙ্গুলী লোকনাথ ধামের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজু কুমার দে, কোষাদক্ষ্য জুয়েল সেন, সহ কোষাদক্ষ্য সুমন দে, সহ-শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক পলাশ রায়, সহ-দপ্তর সম্পাদক রুবেল কুমার দে, প্রচার সম্পাদক সৈকত সেন, সহ-প্রচার সম্পাদক জনি চৌধুরী, নির্বাহী সদস্য প্রকাশ চৌধুরী, মহোলাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খিল হিঙ্গুলী শ্রী শ্রী লোকনাথ ধামের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ব হিঙ্গুলী, মেহেদীনগরসহ ৩ গ্রামের ৫২জনকে খিল হিঙ্গুলী লোকনাথ ধামের পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে। উপহার সামগ্রীতে ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস।
খিল হিঙ্গুলী শ্রী শ্রী লোকনাথ ধামের সভাপতি তাপস দত্ত জানান, সবার সহযোগীতায় খিল হিঙ্গুলী শ্রী শ্রী লোকনাথ ধাম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বর্তমানের মতো ভবিষ্যতেও দরিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়াবে খিল হিঙ্গুলী লোকনাথ ধাম। সবার সহযোগীতা অব্যাহত থাকলে আগামীতে আরো বড় পরিসরে উপহার সামগ্রী দেয়া পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *