চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

খুলে দেয়নি মসজিদুল হারাম ও মসজিদে নববী

প্রকাশ: ২০২০-০৫-০১ ২৩:৪৩:০০ || আপডেট: ২০২০-০৫-০১ ২৩:৪৩:০৪

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি

মাহে রমজানের দ্বিতীয় শুক্রবার আজ পহেলা মে সীমিত পরিসরে জুমাআ নামাজ আদায় হল পবিত্র মক্কা মসজিদুল হেরাম ও মসজিদে নববীতে।

সবসময় র্দীঘ প্রতিক্ষায় থাকা মুসলিম বিশ্বঃ বায়তুল্লাহ কা’বাঘর ঘিরে মসজিদুল হারাম ও রওসুলের রওজা মোবারক ঘিরে মসজিদে নববী খুলে দেয়ার খবরটি সঠিক নয় : হারামাইন কর্তৃপক্ষ
আজ ৮ রমজান থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববী খুলে দেয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম কয়েক দিনধরে ব্যাপক ভাবে যে খবর প্রচার হয়েছে সেটি সঠিক নয় বলে দাবি করেছে হারামাইন কর্তৃপক্ষ।

তারা বলেন, সম্প্রতি দুই পবিত্র মসজিদের সভাপতি ড. শায়খ আব্দুর রহমান আল সুদাইস খুব শীঘ্রই মুসলিম উম্মাহর জন্য পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে মর্মে যে বক্তব্য দিয়েছেন সেটি ভুলভাবে প্রচার হচ্ছে। বস্তুত এখন হারামাইন শরীফাইন বন্ধ রয়েছে এবং কবে খুলা হবে তার তারিখ এখনো নির্ধারিত হয়নি।

হারামাইন কর্তৃপক্ষ সঠিক সোর্স থেকে সত্য সংবাদ সংগ্রহ করার আহ্বান জানিয়ে এ সংক্রান্ত সঠিক সংবাদ পেতে হজ এবং উমরাহ মন্ত্রণালয়ের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট ফলো করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *