চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

প্রকাশ: ২০২০-০৫-০৬ ১৭:১৩:৪১ || আপডেট: ২০২০-০৫-০৬ ১৭:১৩:৪৬



আনোয়ারা উপজেলা সদর ইউনিয়নের বিলপুরে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর এলাকার কৃষক জালাল আহমদের ৩৪ শতক জমির পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকরা। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আরেকুর রহমানের নেতৃত্বে আনোয়ারা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিলপুরের কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে নেতাকর্মীরা মঙ্গলবার সকালে একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।
এ বিষয়ে কৃষক জালাল আহমদ জানান,জমিতে ধান পেকে গেলেও টাকার অভাবে শ্রমিক দিতে না পারায় ধান কাটতে পারিনি। এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের ছেলেরা এসে ধান কেটে দিয়েছে। তারা ধানগুলো বাড়িতেও পৌঁছে দিয়েছে। তাদের অনেক কষ্ট হয়েছে এ কাজ করতে। আমি তাদের উন্নতির জন্য দোয়া করি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আবু তাহের বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আনোয়ারায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসানুজ্জামান বলেন,আনোয়ারা উপজেলায় এখনো ৭০-৮০ শতাংশ বোরো ধান কাটা হয়নি। বন্যার আশঙ্কা থাকায় কৃষকদের ধান দ্রæত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *