চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে চন্দনাইশ থানায় স্বয়ংক্রিয় জীবানু নাশক মেশিন স্থাপন

প্রকাশ: ২০২০-০৫-০৬ ২২:৫৩:০৮ || আপডেট: ২০২০-০৫-০৬ ২২:৫৩:১৩

মো. নুরুল আলম, চন্দনাইশ|

‘করোনা ভাইরাস থেকে মুক্ত থাকি, জীবানু নাশক গেইট দিয়ে প্রবেশ করি’ এই স্লোগান নিয়ে চট্টগ্রামে
চন্দনাইশ থানায় করোনা প্রতিরোধে স্থাপন করা হলো স্বয়ংক্রিয় জীবানু নাশক স্প্রে মেশিন। সারাদেশের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে প্রতিদিনই
ডাক্তার, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা করোনা আক্রান্ত হচ্ছে।

এই ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম. রশিদুল হক এর নির্দেশে ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায়, চন্দনাইশ থানার প্রবেশ পথে বসানো হয়েছে জীবানুমুক্তকরনের গেইট। অটোমেটিক এই গেইট দিয়ে প্রবেশ করার সময়, গেটের চারিদিকের থাকা স্প্রে পাইপ দিয়ে জীবানু নাশক বের হয়ে প্রবেশকারীকে জীবানু মুক্ত করবে। আর আগত সকল ব্যক্তির শরীরে
লুকিয়ে থাকা জীবানু এতে মারা যাবে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী জানান, আজ বাংলাদেশ পুলিশের শত-শত সহকর্মী সেবা দিতে গিয়ে এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাই আমাদের চট্টগ্রামের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) এস.এম. রশিদুল হক স্যারের উদ্যোগে চন্দনাইশ থানার প্রবেশ পথে বসানো হয়েছে জীবানু নাশক গেইট। আমি সহ সকলকেই এই গেইট দিয়ে নিয়ম মেনে জীবানু মুক্ত প্রবেশ করতে হচ্ছে থানায়। আমরা আশাবাদী এমন উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা সহজ হবে। অন্তত সেবা প্রার্থী ও পুলিশ সদস্যরা এর সুফল পাবে। এমন অভিনব উদ্যোগ সকলে নিলে করোনা মোকাবিলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *