চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

মোহাম্মদ আতিক উল্ল্যাহ মদিনা প্রতিনিধি, সৌদি আরব

মদিনায় লোহাগাড়ার আরেক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

প্রকাশ: ২০২০-০৫-০৬ ২৩:১৭:০৭ || আপডেট: ২০২০-০৫-০৬ ২৩:১৭:১২

আতিক উল্লাহ,মদিনা সৌদি আরব|
মোহাম্মদ রফিক আহমদ গতরাত ১:৩৫টায় (সৌদি সময়) সৌদি আরবের মদিনায় আল দার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন) শোকাহত,মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়ার (রহিমারবর)বাড়ীর হাজ্বী সোলাইমানের প্রথম পুত্র মদিনার প্রবীণ ব্যবসায়ী জনাব আলহাজ্ব মোহাম্মদ রফিক আহমদ (৫৫)গত ২ সপ্তাহ আগে জ্বর কাশি সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হন।আজ ৬ই মে মদিনা আল দার হাসপাতালে ইন্তেকাল করেন।মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাহার শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন মদিনা প্রবাসী কমিউনিটি।

সৌদি আরবে আজ ৬ মে বুধবার নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১,৬৮৭ জন! এই নিয়ে সর্বমোট সংক্রমিত হয়েছেন ৩১,৯৩৮ জন,আজ মৃত্যুবরণ করেছেন ৯ জন,মোট মৃত্যুবরণ করেছেন ২০৯ জন
আজ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬,৭৮৩ জন,এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ২৪,৯৪৬ জন,বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন ৬৪ জন।এই পর্যন্ তসৌদিতে করোনাভাইরাসে আক্রান্ত ৩হাজার ৭১৭ প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ৩হাজার ৫৯১জন এবং নারী ১২৬জন।
মারা গেছে ৬৪জন। জেদ্দা অঞ্চলে ৫৫জন এবং রিয়াদ অঞ্চলে ৯জন। তথ্যসূত্র মিনিস্ট্রি অফ হেলথ সৌদি আরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *