চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কাইছার হামিদ

চট্টগ্রামে আরও ১১ করোনা রোগী শনাক্ত

প্রকাশ: ২০২০-০৫-০৭ ০০:১০:৫১ || আপডেট: ২০২০-০৫-০৭ ০০:১০:৫৫

বীর কণ্ঠ ডেস্ক|

চট্টগ্রাম জেলায় আজ আরো ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১২২ জনে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে।

আজ বুধবার (৬ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে দুই চিকিৎসকসহ ১১ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর চান্দগাঁওয়ে একজন, রাহাত্তারপুলের একজন, দামপাড়ার দুইজন, সিএমসিএইচে একজন, সাগরিকায় একজন, নাসিরাবাদে একজন ও বহদ্দারহাটে একজন এবং জেলার ফৌজাদারহাটে একজন, সাতকানিয়ায় একজন, সীতাকুণ্ডে একজন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জনই মৃত। এছাড়া চট্টগ্রাম বিভাগের অন্য জেলার একজন রয়েছেন।

প্রসঙ্গতঃ গত ৩ এপ্রিল চট্টগ্রামে সর্বপ্রথম দামপাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দুইদিন পরেই ৫ এপ্রিল ওই রোগীর ছেলে শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন, ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন, ১৯ এপ্রিল চারজন, ২১ এপ্রিল এক শিশু, ২৩ এপ্রিল তিনজন, ২৪ এপ্রিল একজন, ২৫ এপ্রিল দুইজন, ২৬ এপ্রিল সাতজন, ২৭ এপ্রিল নয়জন, ২৮ এপ্রিল তিনজন, ২৯ এপ্রিল চারজন, ৩০ এপ্রিল একজন, ১ মে তিনজন, ২ মে তিনজন, ৩ মে পাঁচজন ও ৪ মে ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার (৫ মে) ৬ জন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট ১২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *