চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডে ওএমএস চাউল বিতরণ উদ্বোধন

প্রকাশ: ২০২০-০৫-০৭ ২১:৫৪:১৯ || আপডেট: ২০২০-০৫-০৭ ২১:৫৪:২২

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডে সরকার কর্তৃক ১০টাকা দরে ২০কেজি চাউল বিক্রি উদ্বোধন করা হয়েছে। ৭মে বৃহস্পতিবার এই চাউল বিক্রি উদ্বোধন করেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পৌর কাউন্সিলর শওকত হাসানের ব্যবস্থাপনায় ১০টাকা দরে ২০ কেজি চাউল বিক্রি উদ্বোধন করা হয় স্থানীয় জানালী হাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক ডাঃ মুকুল কান্তি রায়, সাবেক ছাত্রনেতা পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, ডিলার আরিফুল হক চৌধুরী, যুবলীগ নেতা সবুজ দে ভানু, ছাবের হোসেন, নাছির উদ্দিনসহ আরো অনেকেই। উদ্বোধক জমির উদ্দিন পারভেজ বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করছে মানুষের কল্যাণে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে রাউজানের মাননীয় সাংসদ আমাদের সবসময় দিকনির্দেশনা দিচ্ছেন। সে লক্ষ্য আমরা কাজ করছি দলের পক্ষ থেকে। তিনি বলেন, রাউজানে ২৪ হাজার পরিবার কার্ডের মাধ্যমে প্রতি মাসে একবার ২০কেজি চাউল নিতে পারবে। জমির উদ্দিন পারভেজ আরো বলেন, সরকার করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন মূখী কর্মসূচি চালু করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাউজানের সাংসদ ব্যক্তিগত ভাবে ৬৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। পৌর কাউন্সিলর শওকত হাসান বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ঘোষনা একটাই, রাউজানে কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রিয় নেতার নির্দেশে আমার ওয়ার্ডে খাদ্য সহায়তা আমরা অব্যহত রেখেছি। সরকারী ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর পৃষ্টপোষকতায় রমজান মাসেও আমরা কর্মহীন মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছি। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন বলেন, সাংসদের নির্দেশে করোনাভাইরাস মোকাবেলায় যুবলীগ মাঠে রয়েছে। কোন মানুষে যেন কষ্ট না হয়। দুর্যোগ মেকাবেলায় জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে পৌর এলাকায় ত্রাণ বিতরণ অব্যহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *