চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসকদের পিপিই দিল তথ্যমন্ত্রী

প্রকাশ: ২০২০-০৫-০৯ ২২:৩৫:০০ || আপডেট: ২০২০-০৫-০৯ ২২:৩৫:০৪

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) দিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তথ্যমন্ত্রীর নির্দেশে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন খাঁন স্বপন পিপিই গুলো পাঠান।


শনিবার (৯ মে ) তথ্যমন্ত্রীর পক্ষে এসব পিপিই খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর নিকট হস্তান্তর করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার ও সাংবাদিক মাসুদ নাসির। এসময় উপস্থিত ছিলেন, খ্রীষ্টিয়ান হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শৈলমং, মেডিকেল অফিসার ডা. শৈওয়াইগী, ডা. রাজিব পালিত।


গিয়াস উদ্দিন খাঁন স্বপন বলেন, রাঙ্গুনিয়াসহ এতদাঞ্চলের রোগীদের সেবাদানকারী শতবর্ষি প্রতিষ্ঠান চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য তথ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দেন। রাঙ্গুনিয়ার অনেক মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসা নেন। সেখানে আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *