চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মোহাম্মদ আতিক উল্ল্যাহ মদিনা প্রতিনিধি, সৌদি আরব

প্রবাসীদের ২৪ ঘন্টা সেবা দিচ্ছে “মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি”

প্রকাশ: ২০২০-০৫-০৯ ২১:১৫:১৫ || আপডেট: ২০২০-০৫-০৯ ২১:১৫:১৮

আতিক উল্লাহ,সৌদি আরব মদিনা থেকে:


সৌদি আরবের পবিত্র নগরি মদিনায় মনোয়ারায় প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশীদের বসবাস ।এদের অধিকাংশই বিভিন্ন পেশায় কর্মরত আছেন।বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমানোর জন্য পুরো সৌদি আরব সহ মদিনায় ও চলছে ২৪ ঘণ্টার কারফিউ,রমজানের জন্য কারফিউ একটু শিতল করলেও,২০ রমজানের পর থেকে পুনরায় ২৪ ঘণ্টার কারফিউ অব্যাহত থাকবে বলে শুনা যাচ্ছে।বিগত দুই মাস ধরে সৌদি আরবের মদিনায় অবস্থানরত প্রবাসীদের ব্যবসা,কর্মসংস্থান এবং সবকিছু বন্ধ থাকার কারণে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছে মদিনা প্রবাসীরা।নেই কোনো আয় রোজগার,তাই পেটেও নেই খাবার,চরম খাদ্য সংকটে ও বিপদের সম্মুখীন প্রবাসীরা। এমন সময় সৌদি আরব মদিনা প্রবাসী কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়িয়েছেন মদিনা সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ে কর্মরত প্রবাসী বন্ধু ডা:মো:দেওয়ান সহ সৌদি হাসপাতালে কর্মরত বাংলাদেশী একদল ডাক্তার ও মদিনার বৃহত্তম সংগঠন মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি।

মদিনায় অবস্থানরত অসহায় প্রবাসীদের মাঝে ফুড প্যাক,নগদ অর্থ,ঔষধ সামগ্রী সহ ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করে আসছে মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটি এই সংগঠনটি।
প্রাণঘাতী করোনা ভাইরাস এমন একটা অদৃশ্য রোগ মৃত্যুর পর স্বজনরা কাছে আসছেন না মৃত ব্যক্তিকে দেখার জন্য আপনজনরা।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে মদিনায় অবস্থানরত প্রবাসীদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর তাদের দাফন কাপনের কাজের সম্পূর্ণ খরচ সহ পরিবারের কাছে মৃত ব্যক্তির খবর পৌঁছে দেয়া পর্যন্ত সম্পর্ণ
দায়িত্ব সহকারে পালন করে আসছেন মদিনা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উপদেষ্টা প্যানেল, এডমিন প্যানেল,ও সমন্বয়ক প্যানেল।

✅“উপদেষ্টা প্যানেল”নিয়ামত উল্লাহ খন্দকার,ডা:মাে:দেওয়ান,মাে:হারুনুর রশিদ,মাে:সাইফুল ইসলাম, মােছাব্বির রহমান বাবু।
✅“এডমিন প্যানেল”মাে:মাহফুজুল আলম,হাফেজ সাহেদুল হক কাতেবী,মাে:আব্দুল মান্নান,মাে:জাহাঙ্গির আলম, মাে:রেজাউল করিম,মাে:সামছুল আমিন।
✅সমন্বয়ক প্যানেল”প্রধান সমন্বয়ক আবদুস সামাদ আজাদ,যুগ্ম সমন্বয়ক আহমাদ হােছাইন,স্বাস্থ্য সমন্বয়ক জাহেদ চৌধুরী যুগ্ম,সমন্বয়ক আবু বাকার,মিডিয়া ✅প্রচার সমন্বয়ক ফ ই ম ফরহাদ,যুগ্ম সমন্বয়ক আতিক উল্লাহ,যােগাযােগ সমন্বয়ক মােহাম্মদ আরমান,যুগ্ম সমন্বয়ক মাে আকরাম উদ্দিন,তথ্য ও গবেষনা সমন্বয়ক সােহরাব হােছাইন, যুগ্ম সমন্বয় কজি এম ফারুক,ত্রান সমন্বয়ক আলী আরমান কোরবান,যুগ্ম সমন্বয়ক আল আমিন ছাব্বির,আই টি সমন্বয়ক মাে রিদওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *