চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

বোয়ালখালীতে মার্কেট ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

প্রকাশ: ২০২০-০৫-১৪ ১৪:৩০:১০ || আপডেট: ২০২০-০৫-১৪ ১৪:৩০:১৬

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): ঈদের আগে মার্কেট খোলার বিষয়ে বোয়ালখালীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে ১৩ মে বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ ঈদের আগে মার্কেট খুলতে হলে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার তাগিদ দেন, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ৯ মে উপজেলার জব্বার মার্কেট, খাজা মার্কেট ও মদীনা মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দ ঈদের আগে মার্কেট না খোলার ঘোষনা দিয়েছিলেন। তাদের এই সিন্ধান্তকে স্বাধুবাধ জানান বোয়ালখালীবাসি। জানতে চাইলে খাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুকন উদ্দিন বলেন, করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় জনসাধারণের কথা বিবেচনা করে ঈদের আগে আমরা যৌথভাবে মার্কেট না খোলার সিন্ধান্ত নিয়েছি। যদিও এর কারণে আমাদের বিপুল পরিমাণ টাকা লোকসান হবে তবুও আমরা জনসাধারণকে নিরাপদে রাখাটাই বেশি গুরুত্ব দিচ্ছি।


সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, অফিসার ইনচার্জ মো: আব্দুল করিম, সমাজসেবা অফিসার জনাব মো: দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল আমিন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *