চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ঝুঁকি নিয়ে উপসর্গ থাকা রোগীর নমুনা সংগ্রহ করছেন রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সের তিন করোনা যোদ্ধা !

প্রকাশ: ২০২০-০৫-১৭ ১৩:১৫:২৭ || আপডেট: ২০২০-০৫-১৭ ১৩:১৫:৩১

প্রদীপ শীল, রাউজানঃ জীবনের ঝুঁকি নিয়ে রাউজানে করোনাভাইরাস পরিক্ষার নমুনা সংগ্রহ করছেন তিন করোনা সম্মুখ যোদ্ধা। জানা যায়, দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনায় আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহ শুরু করে। এই ঝুঁকিপূর্ণ নমুনা সংগ্রহের কাজে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আলম দীন নিয়োজিত করেন মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) হারাধন বিকাশ দে ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পৃথু চাকমাকে। সাথে নমুনা সংগ্রহের কাজে যাতায়তের জন্য এ্যম্বুলেন্সসহ ড্রাইভার বশিরুজ্জামানকে নিযুক্ত করেন। নমুনা সংগ্রহে কতটা ঝুঁকিপূর্ণ জানতে চাইলে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) হারাধন বিকাশ দে জানান, পিপিইসহ সুরক্ষা পরিধান করে আমরা নমুনা সংগ্রহ করছি। রোগীর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে থাকি। তিনি জানান ১৭ মে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জনের নমুনা সংগ্রহ করেছেন তারা। নমুনা সংগ্রহের পর সুরক্ষা ড্রেস সহ সবকিছু আগুনে পুড়ে পেলা হয়। এ প্রসঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পৃথু চাকমা জানান, করোনাভাইরাসের সাথে সারা বিশ্বে যুদ্ধ চলছে। যতই ঝুঁকি থাকুক আমরা দায়িত্ব পালন করছি। নমুনা সংগ্রহ করে কিট পরিক্ষার জন্য চট্টগ্রাম শহরের নির্ধারিত ল্যাবে পাঠিয়ে দিয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *