রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৫-২৫ ২৩:২১:৫৪ || আপডেট: ২০২০-০৫-২৫ ২৩:২১:৫৭
রফিকুল আলম|
ফটিকছড়ি উপজেলায় খিরাম ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জব্বারকে ঈদের নামাজ শেষে বাড়ী ফেরার পথে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
সোমবার ২৫ মে সকাল ১০টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের চৌমুহনী বাজারে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. জব্বার (৪২) খিরাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য।
থানার ওসি মোঃ বাবুল আকতার বলেন, ‘জব্বার মেম্বার নামাজ পড়ে ফিরছিলেন। চৌমুহনী বাজারে তাকে সন্ত্রাসীরা গতিরোধ গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, চেয়ারম্যান ও জব্বার মেম্বারের অনুসারীদের মধ্যে গত রবিবার রাতে খিরাম বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলি হয়। এর জেরে সোমবার সকালে জব্বারকে একা পেয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে।
এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।