চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ২৪ হাজার বর্গমিটার বেহুন্দি জাল জব্দ

প্রকাশ: ২০২০-০৬-২১ ২২:৫১:৫৬ || আপডেট: ২০২০-০৬-২১ ২২:৫২:০০


আনোয়ারা প্রতিনিধি:


আনোয়ারা উপজেলার রায়পুর উপকূলে উঠান মাঝির ঘাটে অভিযান চালিয়ে পাঁচটি বেহুন্দি (বাঁধা) জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক। এ সময় বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির আইসি এসআই আরশাদ উল্লাহ,উপজেলা মৎস্য দপ্তরের মাঠ সহকারী জাহেদ আহমদ ও অফিস সহকারী এনামুল হক উপস্থিত ছিলেন। জব্দ করা ২৪ হাজার বর্গ মিটার জালের মূল্য আড়াই লাখ টাকা। জব্দ জালগুলো সেখানেই জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *