চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

admin

মেয়াদোত্তীর্ণ-লাইসেন্সবিহীন পণ্য ও ওষুধ বিক্রি, ৮ দোকানিকে জরিমানা

প্রকাশ: ২০২০-০৯-১৫ ২২:৩৪:৫৯ || আপডেট: ২০২০-০৯-১৫ ২২:৩৫:০৫

টেকনাফ প্রতিনিধি|
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় উপজেলা পৌর শহরে বাস স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর খাবার তৈরি দায়ে ৮ দোকানিকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

সাইফুল ইসলাম বলেন, উপজেলার পৌর শহরে অভিযান চালিয়ে খাবারের হোটেল, মুদির দোকান,ও ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় ও মুদির এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ-লাইসেন্সবিহীন পণ্য এবং ওষুধ ক্রয়-বিক্রয় করার কারণে ভোক্তা অধিকার আইনে ৮ দোকানিকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, ভোক্তা সাধারণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *