চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

লোহাগাড়ায় অবৈধ মাটি কাটা, বালু উত্তোলনের দায়ে জেল-জরিমানা

প্রকাশ: ২০২০-০৯-১৫ ০৮:৪৬:০৫ || আপডেট: ২০২০-০৯-১৫ ০৮:৪৬:১২

লোহাগাড়া প্রতিনিধি|
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২জনকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং চুনতি আনজুমানে নওজোয়ান মাঠের পুর্ব পার্শ্বে অবৈধভাবে মাটি কাটার দায়ে অারেকজনকে ৫০হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত।এ সময় ২হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

দন্ডপ্রাপ্তরা হল উপজেলার চুনতি সাতগড় নয়া পাড়া এলাকার মৃত আবদুর রহমানের পুত্র আবদুল আজিজ(৪৫), মৃত কবির আহমদের পুত্র সাহেব মিয়া (৪৫) এবং চুনতি মৌলভী পাড়া এলাকার আবদুল গফ্ফারের পুত্র শহীদুল ইসলাম(২৬)।

জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া এলাকা হতে কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।

বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় ২ যুবকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং একই ইউনিয়নের আনজুমান মাঠের পূর্ব পার্শ্বে অবৈধভাব মাটি কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ আইন ৯৫এর ৬(খ) ধারা মতে ১যুবককে ৫০হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।এ সময় ২হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ জানান, অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *