চট্টগ্রাম, , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ফারুক খান তুহিন

চট্টগ্রা‌মে মারকাজুত তাহ‌ফিজ ফাউ‌ন্ডেশ‌নের হিফজুল কুরআন প্র‌তি‌যো‌গিতা

প্রকাশ: ২০২১-০১-৩০ ১২:৫৬:০১ || আপডেট: ২০২১-০১-৩০ ১২:৫৯:২৭

ফারুক খান তু‌হিন : চট্টগ্রাম মহানগ‌রী‌তে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে মারকাজুত তাহ‌ফিজ ফাউ‌ন্ডেশ‌ন বাংলা‌দে‌শের আ‌য়োজ‌নে হিফজুল কুরআন প্র‌তি‌যো‌গিতা। ৩০ জানুয়ারী নগরীর শাহ গরীবুল্লাহ হাউ‌জিং সোসাই‌টিস্থ দারুল খিদমা মাদ্রাসা প্রাঙ্গ‌নে অনু‌ষ্ঠিত প্র‌তি‌যো‌গিতায় প্রায় ২০০ কুরআ‌নের পা‌খি এ প্র‌তি‌যো‌গিতার বাছাইপ‌র্বে অংশ নি‌য়ে‌ছেন।

দেশব্যাপী আ‌য়ো‌জিত এ প্র‌তি‌যো‌গিতার এবার ১০ তম আসর চল‌ছে। চট্টগ্রাম থে‌কে ২০ জন প্র‌তি‌যো‌গি ই‌য়েস কার্ড পে‌য়ে পরবর্তী রাউ‌ন্ডে উ‌ত্তির্ণ হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *