চট্টগ্রাম, , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

admin

করোনার প্রভাব : টেকনাফ-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

প্রকাশ: ২০২১-০৩-৩১ ২৩:৪৬:১৩ || আপডেট: ২০২১-০৩-৩১ ২৩:৪৬:২০

কক্সবাজার প্রতিনিধি|করোনার সংক্রমণ এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বুধবার  বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।

তিনি জানিয়েছেন , ‘বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার প্রভাব এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে এই নৌ রুটে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

এ সময় সকাল থেকে দ্বীপের পর্যটন স্পটগুলোতে ভ্রমণকারীদের ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। যদিও দ্বীপে কোনও পর্যটক থেকে যায়, তাদের ফেরত আনতে সহতায় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *