চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin

পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে স্বাস্থ্য সচেতনতা ও লকডাউন বাস্তবায়নের প্রচারণা

প্রকাশ: ২০২১-০৪-০৪ ২২:০৯:০২ || আপডেট: ২০২১-০৪-০৪ ২২:০৯:০৯

প্রদীপ শীল, রাউজান(চট্টগ্রাম)|
রাউজানে করোনার প্রদূর্ভাব রোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সোমবার হতে লকডাউন বাস্তবায়নে প্রচারণা চালিয়েছেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ । ৩ এপ্রিল (রবিবার) বিকাল চারটায় রাউজান উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলার ফকির হাট, জলিল নগর, মুন্সিরঘাটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে রিক্সা যোগে এই প্রচারণা চালানো হয়।

মাস্ক বিতরণ ও সরকার কর্তৃক প্রজ্ঞাপনকৃত ১৮ নির্দেশনা মেনে চলা ও মাস্ক পরিধানের জন্য জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানান তারা। এই প্রচারণায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ ইউসুফ খান চৌধুরী, পৌর কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা সাবের হোসেন, আবু সালেক, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, মো. আসিফ, ছাত্রনেতা নাছির উদ্দিন, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *