চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

admin

৫৩ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

প্রকাশ: ২০২১-০৬-১৯ ২০:০৪:০১ || আপডেট: ২০২১-০৬-১৯ ২০:০৪:০৬

ডেস্ক রিপোর্ট|
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় তিনি তার নিজ বাসায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সুস্থ হওয়ায় হাসপাতালের বিভিন্ন সংক্রমণ থেকে দূরে (ক্রস ইনফেকশন) রাখতেই তাকে বাসায় ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে খালেয়া জিয়ার চিকিৎসার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড।

এদিকে খালেদা জিয়াকে বাসায় নেয়ার প্রস্তুতি হিসেবে তার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ঠিক করাসহ কয়েকদিন ধরে গুলশানের ‘ফিরোজা’য় ধোয়া-মোছার কাজ চলছিল বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে বাসায়ও খালেদা জিয়া আইসোলেশনে এবং নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *