চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin

অর্ধ কোটি টাকার আমদানী নিষিদ্ধ সিগারেট জব্দ লোহাগাড়ায়, আটক- ২ |বীর কণ্ঠ

প্রকাশ: ২০২২-০৭-২৯ ২১:৪৬:২৮ || আপডেট: ২০২২-০৭-২৯ ২১:৪৬:৩০

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানে আমদানী নিষিদ্ধ সিগারেট পাচারকালে ২ পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬টি প্লাস্টিকের বস্তা ভর্তি সিগারেট জব্দ করা হয়। কাভার্ডভ্যানও পুলিশের হেফাজতে রয়েছে।

আটককৃতরা হলেন, যশোর কাশিমপুর নুরপুর এলাকার কোবাদ আলীর পুত্র আরব আলী(২৮) এবং ফেনীর পরশুনাম থানার নবাব বাজার এলাকার সিরাজ মিয়ার পুত্র আনিস হোসেন সাগর (১৯)।

গত ২৮ জুলাই রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপজেলা ভূমি অফিসের সামনে কাভার্ডভ্যান ( ঢাকা মেট্রো-অ-১৪-১৯৮২) গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৬টি প্লাস্টিকের বস্তার মধ্যে ২হাজার ৬৯ কাটুনে ২০ হাজার ৬৯০ প্যাকেটে মোট ৪১ লক্ষ ১৩হাজার ৮০০ শলাকা বিদেশী সিগারেট জব্দ করে থানা পুলিশের এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা বলে ধারনা করেছেন থানা পুলিশ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, চোরাচালানের মাধ্যমে আনায়নকৃত অবৈধ আমদানী নিষিদ্ধ সিগারেট জব্দ করেছি। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। অবৈধ ভাবে নিষিদ্ধ আমদানীকৃত সিগারেট বাংলাদেশে সুল্ক ফাঁকি দিয়ে কাভার্ডভ্যানে পাচার করছিল পাচারকারীরা। আটককৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

আটককৃতদের ২৯ জুলাই সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *