চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

admin

চট্টগ্রামে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১০০ জন |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৭-৩১ ১৯:১৪:৪৬ || আপডেট: ২০২৩-০৭-৩১ ১৯:১৪:৫১

ডেস্ক রিপোর্ট |
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এ দিন ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত শনাক্ত হয়েছে ১০০ জন। এতে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৭৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৫ জনে।

সোমবার (৩১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ২৭৯ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৫ জন এবং জেলার অন্য হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *