চট্টগ্রাম, , সোমবার, ৬ মে ২০২৪

admin

লোহাগাড়ায় আড়াই লাখ ঘনফুট বালু জব্দ, আটক ৬

প্রকাশ: ২০২৩-০৯-২৫ ২১:৪১:২৫ || আপডেট: ২০২৩-০৯-২৫ ২১:৪১:৩১

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক পৃথক অভিযানে অবৈধভাবে উত্তোলিত আড়াই লাখ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের লম্বাসিয়া এলাকা থেকে ২ লাখ ১৫ হাজার ৮শ’ ঘনফুট, একই ইউনিয়নের বড়ুয়া পাড়া থেকে ১৫ হাজার ঘনফুট ও পুটিবিলা ইউনিয়নের এমচর হাট বাজার সংলগ্ন এলাকা থেকে ১৯ হাজার ২শ’ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় চালক ও সহকারীসহ ১টি ডাম্পট্রাক এবং ৪ জন শ্রমিককে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩টি স্পটে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত আড়াই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *