চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের পাশে লোহাগাড়ার ইউএনও |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৪-০৩-২৫ ২০:২৬:২৭ || আপডেট: ২০২৪-০৩-২৫ ২০:২৬:২৮

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি |
বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বসতবাড়িতে শয্যাশায়ী হয়ে আছেন। উপজেলার কলাউজানের বীর মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস ও আবদুর রশিদ আর্থিক অসুবিধার কারণে চিকিৎসা করাতে পারছেন না। দীর্ঘ দিন তারাও শয্যাশায়ী। তাদের বাড়ীতে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইনামুল হাছান।

তিনি সোমবার ২৫ মার্চ সকালে ওই তিন বীর মুক্তিযোদ্ধাদের বসতবাড়িতে যান এবং চিকিৎসা ও পরিবারের খোঁজ-খবর নেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের তথ্যের ভিত্তিতে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছাসহ নগদ ৫ হাজার টাকা, বেডশিট, ইফতার সামগ্রী ও মিষ্টি প্রদান করেন।

ইউএনও’র উপস্থিতিতে আবেগে আপ্লূত হন মুক্তিযোদ্ধারা। খুশিতে আত্মহারা হয়ে যান পরিবারের সদস্যরা। উপহার পেয়ে মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস বলেন, কিছু পাওয়ার আশায় যুদ্ধে অংশগ্রহন করিনি। দেশকে শত্রুমুক্ত করাই ছিল লক্ষ্য। শত্রু সেনাদের হাত থেকে দেশ মুক্ত হওয়ার খবরে আনন্দ অশ্রু ঝরছিল। আজকেও আনন্দে কাঁদতে ইচ্ছে করছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইনামুল হাছান বলেন, জাতীর শ্রেষ্ট সন্তানদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। লাল সবুজের পতাকা পেয়েছি। তাদের পাশে দাঁড়াতে পারলে একটু সুখ অনূভব করি। এখন পারছি তাদের একটু সম্মান দেখাতে। হয়তো একটা সময় আসবে যখন জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের আর কাউকে পাওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *