চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

বান্দরবান জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে সাবিনা ইয়াসমিন

প্রকাশ: ২০১৭-০৮-২৬ ১৪:৫৭:৪৭ || আপডেট: ২০১৭-০৮-২৬ ১৫:১৪:০৯

নাজিম উদ্দিন রানা, বিশেষ প্রতিনিধি : বান্দরবান জেলায় ২০১৭ সালের প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে লামা উপজেলার অাজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।গত ২৪ অাগষ্ট বান্দরবার পার্বত্য জেলা পরিষদে উপজেলা পর্যায়ে  শ্রেষ্ঠ শিক্ষকদের নিয়ে মতবিনিময় শেষে তাকে বান্দরবান পার্বত্য জেলার  শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে ঘোষনা দেন। দু -ক্যাটাগরিতে অনুষ্টিত এ  শ্রেষ্ঠত্বের নির্বাচনে  শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে একই উপজেলার ফাইতং হেডম্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিং মার্মা। উল্লেখ্য সাবিনা ইয়াসমিন গত ২০০৬ ও ২০০৯ সালে ও জেলার  শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।এছাড়াও গত ২০১২-২০১৫ সালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা দু-বার তাকে বিশেষ সম্মাননা প্রদান করেন। বিদ্যালয়টি ও কয়েকবার জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। তিনি তার এ সম্মাননার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ও প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয় পরিচালনা কমিটি,শিক্ষকমন্ডলী ও সম্মানিত অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাবিনা ইয়াসমিনের এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোং, বীর কণ্ঠ সম্পাদক কাইছার হামিদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *