চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

বান্দরবান-চিম্বুক সড়কে আরাকান আর্মির ২ সদস্যসহ তিনজন আটক 

প্রকাশ: ২০১৭-০৯-০৩ ০৮:৩৩:৪৫ || আপডেট: ২০১৭-০৯-০৩ ০৮:৩৩:৪৫

বান্দরবান প্রতিনিধি :  বান্দরবান-চিম্বুক সড়কের ওয়াইজংশন এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির ২ সদস্যসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বান্দরবান থেকে মোটরসাইকেল যোগে থানছি যাওয়ার পথে ওয়াইজংশন ক্যাম্পের সেনা সদস্যরা তাদের আটক করে।

 

 

 

 

সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে  জানান, আটকরা ওয়াইজংশন ক্যাম্প পাশ কাটিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে তিনজনকেই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা, আরাকান আর্মির ব্যবহৃত সিল (কর্নেল পদবির), কয়েকটি মোবাইল সেট, মিয়ানমারের ডিকশনারি, একটি মোটরসাইকেলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

আটকরা হলেন—আরাকান আর্মির সদস্য ম্যাসোয়াই (২০), খয়লিথোয়াই (২১) ও মোটরসাইকেল চালক উঞোম মারমা (২১)।

 

তিনি আরো জানান, আটকদের অধিক জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান সদরে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে খয়লিথোয়াই মারমার বাবা চয়নই আরাকান আর্মির কর্মকর্তা ছিলেন। সংগঠন ছেড়ে দেওয়ার পর তিনি বান্দরবান শহরের মধ্যমপাড়ায় বসবাস করতেন। তার ছেলে পরে একই সংগঠনে যোগ দেয় বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *