চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লোহাগাড়ায় বৃদ্ধা মা’কে  মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় : অভিযুক্ত ছেলে’কে ৭ দিনের কারাদণ্ড 

প্রকাশ: ২০১৭-১০-১৪ ১৮:২৯:৫৪ || আপডেট: ২০১৭-১০-১৪ ১৮:২৯:৫৪

স্টাফ রিপোর্টার : লোহাগাড়ায় বৃদ্ধা মা’কে  মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায়. অভিযুক্ত ছেলে’কে ৭ দিনের কারাদণ্ড 

দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

১৪ অক্টোবর দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম উক্ত কারাদণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডিত ব্যক্তির নাম আমানউল্লাহ তিনি বড়হাতিয়া ১নং ওয়ার্ড মোহছেন চৌধুরী পাড়ার মরহুম মাওলানা বজলুর রহমানের পুত্র।

 

আমানউল্লার বোন খুরশিদা বেগম ও ভাবী সালেহা বেগম জানান, পারিবারিক জায়গাজমি নিয়ে বিরোধের জেরে ঝগড়ার সময় আমান উল্লাহ ও তার স্ত্রী রওশন আক্তার মিলে কাঠ দিয়ে আমান উল্লাহর ভাই কেফায়েত উল্লাহকে মারার সময় তাদের ৭০ বছর বয়স্ক বৃদ্ধা মা দিলবাহার বেগম ছাড়িয়ে নিতে গেলে আমানউল্লাহ তার মা দিলবাহার বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দিলে মাথা ফেটে যায় দিলবাহার বেগমের, এসময় কেফায়েত উল্লাহ ও আহত হয়, আহত মায়ের চিকিৎসার ব্যবস্থা না করে আমানউল্লাহ উল্টা মামলা করার জন্য থানায় চলে আসে।

 

এ ব্যাপারে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন বৃদ্ধা মায়ের প্রতি আক্রমণ করে মায়ের মাথা ফাটিয়ে দিয়ে অমানবিক ও বর্বর আচরণ করায় অভিযুক্তকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি বলেন এই কারাদণ্ডের মাধ্যমে পিতামাতাকে নির্যাতনকারী সন্তানরা সাবধান হবে, তিনি আরো বলেন বৃদ্ধ পিতামাতাকে নির্যাতন এখন সমাজে বেড়ে গিয়েছে এর থেকে বের হয়ে আসা প্রতিটি সুস্থ মস্তিষ্কের মানুষের উচিৎ, নাহলে সমাজে ভয়াবহ নৈতিক অবক্ষয় ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *