চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

ফেনীতে যাত্রা বিরতি করবেন খালেদা, গাড়ি চলাচল বন্ধ

প্রকাশ: ২০১৭-১০-২৮ ১৮:০৫:৩২ || আপডেট: ২০১৭-১০-২৮ ১৮:০৫:৩২

বীর কন্ঠ ডেস্ক:

উখিয়ায় যাওয়ার পথে ফেনীতে যাত্রা বিরতি করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগমন উপলক্ষে শনিবার আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অবস্থানের কারণে জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, জেলা শহরের সাথে উপজেলা সদরের অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সীমিত আকারে সিএনজি অটোরিকশা চলাচল করলেও বাস চলাচল বন্ধ রয়েছে।

 

 

 

এর আগে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের দু’পাশে সাটানো ফেস্টুন ছিড়ে ও ভেঙে সড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা।

 

এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের আসতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত বলেন, দলের চেয়ারপারসনের ফেনীতে যাত্রা বিরতিকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। আনন্দ উৎসব বিরাজ করছে।

 

তিনি দাবি করেন, তাই আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের আসার পথে বাধা সৃষ্টি করতে অঘোষিত হরতাল দিয়েছে। যাত্রীবাহী পরিবহন বন্ধ করে পথে পথে ব্যারিকেড দিচ্ছে।

 

 

 

তিনি আরো দাবি করেন, চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের দু’পাশে সাটানো ফেস্টুন ছিড়ে ও ভেঙে সড়কের পাশে ফেলে দেয়া হয়েছে।

 

তবে সব বাধা উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা ফেনী সার্কিট হাউজের আশপাশে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

 

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা বেগম জিয়ার যাত্রা বিরতিকে কেন্দ্র করে বিএনপির যেকোন ধরনের নাশকতা মোকাবেলায় রাজপথে রয়েছে।

 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।

 

এ ব্যাপারে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম জানান, ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়টি তিনি অবগত নন। তবে বিএনপি-জামায়াত জোটের নাশকতা ঠেকাতে শহরে নেতাকর্মীরা মিছিল করেছে।

 

ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম বলেন, যেকোন ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃ্ঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। -পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *