চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Alauddin Lohagara

স্বার্থপর ভাবনা…

প্রকাশ: ২০১৮-০১-০৬ ২১:৪৯:৩৩ || আপডেট: ২০১৮-০১-০৬ ২১:৪৯:৩৩

সাজ্জাদ হোছাইন:

আমি পেরিয়ে গেছি কোনমতে কয়েকজনের  রক্তমাড়িয়ে এই স্বার্থপরতা কিংবা আত্মকেন্দ্রীক চিন্তাভাবনার ভয়াল রুপ আমরা দেখেছিলাম রিমা কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে ।

১০জন মানুষ পদপিষ্ট ? তারা কি একজনের পায়ের চাপে মারা গেছে ? কখনোই না ?মিনিমাম ১শজন মানুষের পায়ের তলায় পিষ্ট হয়েছিল বনী আদমগুলো ।

তাদের বাঁচার আকুতি ,দাড়িয়ে যাবার চেষ্টা কোন কিছুই সেদিন কারো কানে পৌছায়নি ?সবাই এডিয়ে গেছে ,রক্তমাড়িয়ে এগিয়েছে ভাতের জন্য ।আহা ১০জন মানুষ জলজ্যান্ত মরে যাচ্ছে কেউ একটু বাচাঁনোর চেষ্টাও করলো না ।

নিজেকে ১০জনের ১জন চিন্তাকরে পায়ের চাপ দেওয়া সেসকল মানুষকে একবার সামনে আনুন !

 

সমাজের এই অবক্ষয়ের ধারা তৈরী করা হয়েছে বহুকাঠখট পুড়িয়ে ।

 

সমাজে ইয়াবা ,জোয়া কিংবা অসামাজিক কাজ বলতে আমরা যা বুঝি তা বেড়েই চলেছে ,আমার কি আসে যায় বলার লোকের সংখ্যা গড়ে ৯০ পৌছেছে । বাকী দশভাগ ভাদাইম্ম্যা হিসাবেই হেনস্থার স্বীকার ।

আজ সমাজের ক্ষমতাবানরা সমাজকে টুকরো টুকরো করে দিচ্ছেন সমাজে জোয়া ,মাদক অশ্লীলতা ঢুকিয়ে দিয়ে ।

নৃত্যের তালে লাকীকুপনের জোয়ায় যে সন্তান আজ বড় হচ্ছে সে সন্তান পায়ের তলায় পিষ্টে মারবে এ সমাজ আর জাতিকে ।

নিজকেন্দ্রীক চিন্তাভাবনা দিয়ে যেসব পিতামাতা তাদের সন্তানকে বড় করে তোলছেন বূদ্ধকালে সেসব পিতামাতা তাদের সন্তানের কাছে দেখভালের আশাকরবেন কিভাবে ?

আপনার সন্তানকে নিজের পাশাপাশি একটা পরিবার সমাজ দেশ ওজাতির কল্যাণময়ীতার সৌজন্যবোধ শিখান

কোন একদিন আর কোন রিমা কমিউনিটি সেন্টার কিংবা জাতির কোন দুর্যোগময় মুহর্তে সে প্রতিরোধ করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *