চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

আমি ভাষাদিবস বলছি – হাসান তারেক

প্রকাশ: ২০১৮-০২-২০ ২২:৩৫:৪২ || আপডেট: ২০১৮-০২-২০ ২২:৩৫:৪২

আমি ভাষাদিবস বলছি

-হাসান তারেক

আমি হতভাগ্য একুশে ফেব্রুয়ারি

আমার জন্য তোমাদের প্রভাতফেরি।

শুধু মাত্র একটা দিনের জন্য

আমাকে তোমরা কর ধন্য।

স্মর কোটি টাকার ফুল বিলায়

সালামের ছেলেটা রিকশা চালায়

শুধু দুই মুটো অন্নের তরে

আমার জন্য যার বাবা গেল মরে।

 

বরকতের ভাঙ্গা বেড়ার ফাকে

চাদঁ তারা উকি দিতে থাকে

প্রবল বর্ষা যখন আসে ধরায়

কোনমতে দিনগুলো দিই কাটায়,

হতভাগা অসহায় শহীদের ছেলে

জীবন টা দিয়ে কি তুমি ফেলে?

 

আজ আমার প্রতি তোমাদের কি যে প্রীতি

সবখানে দখলে আছে ইন্ড়িয়ান সাংস্কৃতি।

কার্টুন মোটু আর পাতলুর বদৌলতে

কথা বলে ছোট শিশুরা হিন্দীতে।

তোমাদের ছেলেরা পড়ে ইংলিশ মিড়িয়ামে

নাক ছিটকায় বাংলা শব্দের নামে।

 

হিন্দী ছবির গানে দেয় লুঙ্গি ড্যান্স

আমার গান শুনলে হারায় চ্যান্স।

সবার প্রিয় ছবি বাজরাঙ্গী ভাইজান

আমার ছবির কাহিনী নাকি নিন্মমান।

টিভি উপস্হাপক বলে আধেক ইংলিশ

বুঝায় সেই এক মহা স্টাইলিশ।

 

মন্ত্রী আমলারা আমায় খুব ভালবাসে

সিঙ্গাপুর ছোটে চলে যখন একটু কাশে।

আমার জন্য সেদিন যারা দিয়েছিল রক্ত

ওরা সুধায় এরা কেমন বাংলা ভক্ত।

 

একটা দিনের লাগি মিছে অভিনয়

বিনয় করি এই বছর আর নয়

উল্টো আমার খুব লাগে অপমান

এই ভন্ড়ামি গুলোর হোক অবসান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *