চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin

কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অাশ্রয় শিবিরে মধ্যাহ্ন ভোজ

প্রকাশ: ২০১৮-০৬-১৬ ১৬:৪৩:১০ || আপডেট: ২০১৮-০৬-১৬ ১৬:৪৩:১০

নূর হোসেন মামুন, কাপ্তাই:

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা পরিবাগুলো প্রতি নিয়ত জীবন ঝুঁকি নিয়ে বসবাস করছে সেখানে। যে কোন মুহুর্তে বড় কোন দূর্ঘটনা ঘটার অতঙ্ক তাড়া করে তাদেঁর। এদিকে অাশ্রয় শিবিরে অাশ্রয় গ্রহণ করা সকল পরিবারের দায়িত্ব সরকার নিবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন।

এরই ধারাবাহিকতায় অাজ দুপুরে ঈদের অানন্দকে ভাগাভাগি করে নিতে উপজেলা প্রশাসনের অায়েজনে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের অাশ্রয়কেন্দ্রের ৩৭ পরিবারের ১৪০জনকে করানো হয় মধ্যাহ্নভোজ।

এর অাগে অাশ্রয় নেওয়া পরিবারগুলোকে মধ্যাহ্নভোজ তুলে দিয়ে তাঁদের সাথে এক সাথে বসে মুরগী বিরিয়ানি ও ডিমের কোমরা খান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন। এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যান অাব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সহ স্থানীয় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *