চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

লোহাগাড়ায় ডলু খালের পাড় ভাঙনে ঝুঁকিতে কয়েক’শ পরিবার

প্রকাশ: ২০১৮-০৬-২৫ ১৬:০৬:০৯ || আপডেট: ২০১৮-০৬-২৫ ১৬:০৬:০৯

মোঃ এরশাদ, লোহাগাড়া :

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর আকবর পাড়া এলাকা দিয়ে ঘেঁষে যাওয়া ডলু খালের পাড় ভাঙ্গনে এলাকাবাসি চলাচলের রাস্তা খালের সাথে মিশে যাচ্ছে।

মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় কয়েক’শ পরিবার। ঝুঁকিতে থাকা কয়েক’শ পরিবারের ছেলে মেয়েদের পড়ালিখার জন্য বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা ডলু খালের ঐ ভাঙা পাড়।

স্থানীয় ব্যবসায়ী রোমেল হোসেন (রুবেল) বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন

হাজী শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়, হাজী শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আধুনগর সরকারি প্রথমিক বিদ্যালয় ও মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রায় ৫’শ ছাত্র ছাত্রী যাতায়াত করেন।

গত সপ্তাহের টানা বর্ষায় এবং খাল ভর্তি পানি আসায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনদুর্ভোগে পড়েছে এলাকাবাসি। ঝুঁকিতে রয়েছে কয়েকশ পরিবার। ইতিমধ্যে পানির সাথে বিলীন হয়ে গেছে কয়েকটি মাটির ঘর।

দ্রুত পদক্ষেপ না নিলে  চলতি বর্ষায় রাস্তাঘাট আরো ভাঙনের কবলে পড়বে এবং গৃহহীন হবে আরো শত শত পরিবার।

তাই সড়কটি সংস্কারের দ্রুত প্রদক্ষেপ নিতে লোহাগাড়া-সাতকানিয়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.অাবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি,এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিনিত অনুরোধ করেছেন এলাকাবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *