চট্টগ্রাম, , রোববার, ২৬ মে ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

পুলিশ বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণেই জঙ্গি দমনে সাফল্য এসেছে

প্রকাশ: ২০১৮-০৯-১৬ ১৪:৩৫:৪০ || আপডেট: ২০১৮-০৯-১৬ ১৪:৩৫:৪০

বীর কন্ঠ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণেই জঙ্গি দমনে সাফল্য এসেছে।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন।

পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘একটি দেশকে উন্নত করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। আর এ কাজে পুলিশ বাহিনী সফল হয়েছে।’

তিনি বলেন, ‘অথচ পুলিশ বাহিনী বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের শিকার। এ বাহিনীকে আরো আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশ বাহিনীর পদোন্নতি, রেশন, আবাসনসহ নানা সুবিধা দেয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত সততার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এখন মানুষের কিন্তু পুলিশের ওপর একটা আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।’

মেট্রোপলিটন পুলিশ হওয়ায় গাজীপুর আর রংপুরের মানুষের সেবা পাওয়া আরো সহজ হবে— এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এ দুই অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। তারা সুন্দরভাবে বাঁচতে পারবে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরো তরান্বিত হবে। আমাদের সরকারের একমাত্র লক্ষ্য জনগণের উন্নয়ন।’

এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ওপর নির্মিত ৮৫০ মিটার দীর্ঘ ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলায় তিতাস নদীর ওপর নির্মিত ৭৭১ মিটার দীর্ঘ ‘শেখ হাসিনা তিতাস সেতু’ উদ্বোধন করেন।

সূত্র – পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *