চট্টগ্রাম, , রোববার, ৫ মে ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

শিবিরের হাতে নিহত প্রথম শহীদ তবারকের মৃত্যুবার্ষিকী পালন করল নবগঠিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ

প্রকাশ: ২০১৮-০৯-২০ ২১:১৪:০৭ || আপডেট: ২০১৮-০৯-২০ ২১:১৪:০৭

১৯৮১ সালের ২০ সেপ্টেম্বর জামাত-শিবির ক্যাডারদের হাতে চট্টগ্রাম কলেজের লিচুতলায় নির্মমভাবে শহীদ হওয়া চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের তৎকালীন নির্বাচিত এজিএস ছাত্রলীগ নেতা তবারক হোসেনের ৩৭তম শাহাদাত বার্ষিকীতে আজ দুপুর ১টায় নগরীর গরিব উল্লাহ শাহ্ মাজারস্থ মরহুমের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাচিত্তে স্মরণ করেছে নবগঠিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
নবগঠিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাস মল্লিক সবুজের নেতৃত্বে সংগঠনটির শতাধিক নেতাকর্মী দীর্ঘক্ষণ শহীদ ছাত্রলীগ নেতা তবারক হোসেনের কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মরহুমের কবর জিয়ারত করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে। জেয়ারত পরবর্তী গরিব উল্লাহ শাহ মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নবগঠিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কমর উদ্দিন, খালেদ মাহমুদ চৌধূরী টুটুল, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, জাবেদুল ইসলাম জিতু, যুগ্ন সাধারণ সম্পাদক-সাদ্দাম হোসেন, ইউসুফ কবির, সাংগঠনিক সম্পাদক- খাদেমুল ইসলাম দূর্জয়, দপ্তর সম্পাদক- আবদুল কাদের হাওলাদার, প্রচার সম্পাদক- জামাল উদ্দিন, উপ-প্রচার সম্পাদক- আবু নাঈম হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ তাইফুল খাঁন, পাঠচক্র বিষয়ক সম্পাদক- খন্দকার নায়েমুল আজম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিফাত হোসেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত জাফর-আদর পরিষদ বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথম আনন্দ মিছিলের আয়োজন করা হলে তাতে তৎকালীন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ নগরীর বিভিন্ন কলেজের ছাত্রলীগ, ছাত্র সংসদের নেতৃবৃন্দদের উক্ত কর্মসূচীতে আমন্ত্রিত অতিথি করা হয়। সেদিন চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের আনন্দ মিছিল প্রদক্ষিণের এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে শিবিরের ক্যাডাররা স্বয়ংক্রিয় অস্ত্র-শস্ত্র নিয়ে ছাত্রলীগের মিছিলে হামলা চালালে অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী গুরুতর আহত হয়। সেদিন আহত তবারক হোসেনকে কলেজ গেইটের বাইরে পড়ে থাকতে দেখে তাকে তুলে নিয়ে গিয়ে চট্টগ্রাম কলেজের লিচুতলায় জবাই করে হত্যা করেছিল জামাত-শিবির ক্যাডাররা।

প্রেস বিজ্ঞপ্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *