চট্টগ্রাম, , মঙ্গলবার, ২১ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া কেন্দ্রীয় ডাকঘরে প্রথম নৈশ উপ ডাকঘর উদ্বোধন 

প্রকাশ: ২০১৮-১০-০১ ২১:৪৫:৪৩ || আপডেট: ২০১৮-১০-০১ ২১:৪৫:৪৩

পটিয়া কেন্দ্রীয় ডাকঘরে প্রথম নৈশ উপ ডাকঘর  শুভ উদ্বোধন করা হয়েছে। এ ডাকঘর  উদ্বোধন শেষে একটি ডাক টিকেট ক্রয় করে এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত। পটিয়া প্রধান ডাকঘরের পোষ্ট মাস্টার সৈয়দ মোহাম্মদ ইমাম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল তৈয়ব আলী, কেন্দ্রীয় ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী পোস্ট মাস্টার নুরুল হাসান, নেপাল চন্দ্রনাথ, বলাই চক্রবর্ত্তী, নরন দাশ, মো. ইউনুছ, আবু তালেব, ফরিদ আহমদ প্রমুখ। এতে প্রধান অতিথি আনন্দ মোহন দত্ত  বলেন, পটিয়া বঙ্গবন্ধু ঘোষিত জেলা শহর। এটি নানান কারণে জেলায় রূপান্তর না হলে ও অবকাঠামোগত দিক দিয়ে পটিয়া একটি অগ্রসর জনপদ। পটিয়া ডাকঘর একটি জেলা মানের সেবা কেন্দ্র। এতদিন এখানে দুপুর  ২টা পর্যন্ত সেবা কার্যক্রম চলত। এখন তা সন্ধ্যাকালীন সেবার আওতায় সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেবা দিয়ে যাবে। তিনি পটিয়া কেন্দ্রীয় ডাকঘরের গৃহিত নানান প্রকল্প তুলে ধরে বলেন। এই পটিয়া একদিন অবশ্যই তার হারানো গৌরব ফিরে পাবে। তিনি ডাক বিভাগের সকল কর্মকর্তাকে সেবা প্রদানে নিষ্টার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন  সরকারী কর্মকর্তা কর্মচারীদের সেবক হতে হবে। তিনি ডাক বিভাগের মাধ্যমে জনগনের দৌরগোড়ায়  সরকারের সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান। পরে তিনি ফিতা কেটে পটিয়া নৈশ পোস্ট অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *