চট্টগ্রাম, , রোববার, ৫ মে ২০২৪

ইয়াবার গডফাদারদের দমনে পুলিশ নতুন কৌশল হাতে নিয়েছে

প্রকাশ: ২০১৮-১০-০২ ২১:১৩:৪৬ || আপডেট: ২০১৮-১০-০২ ২১:১৩:৪৬

 

ইয়াবা পাচারে কোনো পুলিশ সদস্য জড়িতে থাকলে তাকে সাথে সাথেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার এসব কথা জানান।

পুলিশ সুপার বলেন, ইয়াবা পাচারে কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পেলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আগেই ফোজদারি আইনে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে পুলিশের কোনো ধরনের র‌্যাংক বা পদমর্যাদা বিবেচনা করা হবে না।

এবিএম মাসুদ হোসেন বলেন, ইয়াবার মূল হোতারা প্রমাণের অভাবে এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। ইয়াবার গডফাদারদের দমনে পুলিশ নতুন কৌশল হাতে নিয়েছে।

তিনি বলেন, ইয়াবা জড়িত ব্যক্তি যতই ক্ষমতাবান হোক কোনো ভাবে ছাড় দেয়া হবে না।

মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রথম আলোর আবদুল কুদ্দুস রানা ও পরিবর্তন ডটকমের ইমরুল কায়েস বক্তব্য দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *