চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে প্রশাসনের উদ্যোগে অাসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত

প্রকাশ: ২০১৮-১০-০৯ ১৯:০৭:৫৬ || আপডেট: ২০১৮-১০-০৯ ১৯:০৭:৫৬

অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ০৯ অক্টোবর  অাসন্ন শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা ইউএনও অাছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত এ সভায় উপস্থিত ছিলেন- বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মাহাবুবুল অালম অাখন্দ, অাওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা এস এম সেলিম, জাসদ সভাপতি মনির উদ্দিন খান, বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের অাহবায়ক কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সজল চৌধুরী, ইউপি চেয়ারম্যান কাজল দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, অানসার ভিডিপি কর্মকর্তা গিয়াস উদ্দিন, নারী নেত্রী সুপর্ণা ভঞ্জ, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্টা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া,  ইসলামিক ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলা শাখার এমসি রিদুয়ানুল করিম, পুজা উদযাপন কমিটি বোয়ালখালীর  সাধারন সম্পাদক অসিত লালা।

বক্তব্য রাখেন-শ্যামল বিশ্বাস,  সমীর চক্রবর্তী, কমল সরকার, এসএম কানু , পিংকু কর, সুবল দাশ, শুভাশীষ চৌধুরী, নন্দিতা বসু প্রমুখ। এবার বোয়ালখালীতে সার্বজনীন ৮৩টি, বেসরকারী ২৮টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্টিত হবে।

ইউএনও অাছিয়া খাতুন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে অাগামী দূর্গোৎসব সুশৃঙ্খলতার সহিত উদযাপন করে রাষ্ট্রীয় সুনাম অক্ষুন্ন রাখার অাহবান জানান।

এবার উপজেলা/ পৌর এলাকায় ৩৫ টি ঝুঁকিপূর্ণ ও ৩৬ টি কম ঝুঁকিপূর্ণ  ও সাধারন ১২ টি পুজা মন্ডপ সনাক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *