চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশনের বৈঠক

প্রকাশ: ২০১৮-১০-০৯ ১৬:৩৪:৪৫ || আপডেট: ২০১৮-১০-০৯ ১৬:৩৫:৫০

নিউজ ডেস্ক, বীর কন্ঠ: বিধিমালা চূড়ান্ত হলেই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে জমা পড়া ২২ হাজার আবেদনের শুনানি শুরু হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক।

তিনি আজ মঙ্গলবার রাঙ্গামাটিতে কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, ইতিমধ্যে ভূমি কমিশনের বিধিমালা খসড়া তৈরী হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এই খসড়ার উপর সংশোধনী দেয়ায় তা চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে। সহসা এই বিধিমালা প্রণীত হলে ভূমি কমিশনে জমা পড়া বিরোধ সংক্রান্ত ২২ হাজার আবেদনের শুনানি শুরু হবে।

বৈঠকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তিতে কমিশনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় বলেও তিনি জানান।

কমিশনের সদস্য সন্তু লারমা জানান, বিধি প্রণয়ন ছাড়া কমিশনের কাজ এগিয়ে নেয়া সম্ভব নয়। সরকার যত দ্রুত বিধিমালা প্রণয়ন করবে কমিশন তত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবে।

চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, ভারতপ্রত্যাগত শরণার্থী যারা এখনো পুনর্বাসিত হতে পারেননি তাদের বিষয়ে ভূমি কমিশন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলে এই সভায় সিদ্ধান্ত হয়েছে।

এর আগে রাঙ্গামাটি সার্কিট হাউসে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে কমিশনের অন্যতম সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙ্গামাটি সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেল চীফ উ চ প্রু, মং সার্কেলের প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *