চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কাইছার হামিদ

গণতন্ত্র হত্যার প্রকল্প হাতে নিয়েছে সরকার : আমীর খসরু

প্রকাশ: ২০১৮-১০-১৬ ০২:২৫:১৯ || আপডেট: ২০১৮-১০-১৬ ০২:২৫:১৯

 

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। সেটি হলো গণতন্ত্র হত্যার প্রকল্প, একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রকল্প, জনগণকে বাইরে রেখে নির্বাচনের প্রকল্প। আর এই প্রকল্পগুলোর বাস্তবায়ন হলো খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা, তারেক রহমনকে গ্রেনেড হামলা মামলায় সাজা দেয়া।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ২১ আগস্টের মামলার রায়ে সরকারের উদ্দেশ্য সমূলে ধ্বংস হয়ে গেছে। মামলার রায়ের পরপরই জাতীয় ঐক্যে বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদরা একত্রিত হয়েছেন। জাতীয় ঐক্য প্রকল্পের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিফলন হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে জাতীয় ঐক্য হয়েছে এটি নিয়ে বসে থাকলে হবে না। জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে যা যা করা দরকার সব আমাদের করতে হবে। আন্দোলনের জন্য নিজেদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *