চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার দলীয় মনোনয়ন পত্র দাখিল

প্রকাশ: ২০১৮-১১-১৪ ০০:৪৬:৪৮ || আপডেট: ২০১৮-১১-১৪ ০০:৪৬:৪৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়ে  মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া। এ সময় জেলা উপজেলা, পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা  বিএনপি সভাপতি জাহাঙ্গীর কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সোলায়মান বাদল, আবু জাফর ফারুকী, আবু জাফর চৌধুরী, যুগ্ম সম্পাদক দিদারুল আলম সিকদার, নুরুল হক মেম্বার, জাগির হোসেন মেম্বার, আবুল বশর সও:, আনোয়ারুল আলম চৌধুরী, শরীফ মো. বাবুল, চেয়ারম্যান আবুল কাশেম, আহমদ কবির, আবু তাহের, মো. রফিক, মো. রোকন উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল করিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মাস্টার, মামুন সিকদার, মো. নজরুল, সোহেল সিকদার, মেম্বার জায়েদুল হক, মো. আলমগীর, মো. গফুর, মো. হারুন, আবু জাফর, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এস সুমন, যুগ্ম আহবায়ক আবদুর রহিম, এম.এ রুবেল, আলী আসকর রুমেল, মো. জয়নাল আবেদীন প্রমুখ।

এসময় আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, বেগম জিয়া এদেশের কোটি কোটি মানুষের মায়ের স্থান দখল করে নিয়েছেন। তাকে কারাগারে রেখে সুষ্টু নির্বাচন হতে পারে না।  তিনি বেগম জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন। আমি পটিয়ায় দু:সময়ে বিএনপিকে সুসংগঠিত করেছিলাম। তাই আমি আজ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছি। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিলে আমি এ আসনটি বেগম জিয়াকে উপহার দিতে পারবো। আমি পটিয়া আসনের জনগণের দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *