চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বনরেঞ্জ কর্তৃক ৪ লাখ টাকার মূল্যমানের ফানির্সার সহ ২ ট্রাক আটক

প্রকাশ: ২০১৮-১১-২৭ ০১:২৫:২৮ || আপডেট: ২০১৮-১১-২৭ ০১:২৫:২৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া বনরেঞ্জ আজ সোমবার বিকেলে দুটি পৃথক অভিযান চালিয়ে রেঞ্জের আওতাধীন চন্দনাইশের ২টি এলাকা থেকে ৪ লাখ টাকার ফানির্সার সহ ২টি মিনি ট্রাক নং-গাজীপুর-ন-১১-০২৫৮ ও চট্টমেট্টো-ন-১১-৬৫৩৮ আটক করেছে।

জানা যায়, পটিয়া বনরেঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এফজি মীর কাসেম, এফজি আমির খসরু, বিএম নুরুল আলম, পিএম দেলোয়ার হোসেন, হেড ম্যান মহিউদ্দীন ও মাহবুবুর রহমান সহ বন কর্মকর্তা-কর্মচারী চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট ও চন্দনাইশ দেওয়ান হাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

এসময় চট্টগ্রাম শহরে অবৈধ উপায়ে কোন ধরণের বৈধ কাগজপত্র বিহীন ফার্নিসার পাচারের সময় তারা ৪ লক্ষাধিক টাকার মূল্যমানের ফানির্সার সহ দুটি মিনি ট্রাক আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় পৃথক ২টি মামলার প্রস্তুতি চলছে বলে পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।

 

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ দক্ষিণ চট্টগ্রামে একটি সংঘবদ্ধ কাঠ ও ফার্নিসার পাচারকারী চক্র চট্টগ্রাম শহর সহ বিভিন্ন এলাকায় কৌশলে ফার্নিসার পাচারের অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। আমরা আজ সোমবার বিকেলের দিকে খবর পেয়েই দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশক্রমে এ ফানির্সার সহ কাঠ আটক করতে সক্ষম হই। এসময় আমাদের অবস্থান টের পেয়ে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *