চট্টগ্রাম, , শনিবার, ১৮ মে ২০২৪

রাঙ্গুনিয়ায় ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, সাকার ভাইসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশ: ২০১৮-১২-০২ ২১:২৫:৩৫ || আপডেট: ২০১৮-১২-০২ ২১:২৫:৩৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।  রোববার(২ নভেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই করে এইসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন। ১২ জনের মধ্যে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়া ইউএনও মো. মাসুদুর রহমান। বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ হাছান মাহমুদ, , বিএনপি’র মো, কুতুব উদ্দিন বাহার, মো. শওকত আলী নূর, এলডিপির মো. নুরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবু নওশাদ,  ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেয়ামত উল্লাহ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আহমদ রেজা জেইএসডির মাহবুবুর রহমান, এনপিপির মো.জিয়াউর রহমান। যাদের মনোনয়ন বাতিল হয়েছে- মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের(সাকা) চৌধুরীর ছোট ভাই ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী , সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত ও বিএনএফ’র মো. আবদুল আলীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *