চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

হেফাজতের মামলায় বিএনপি নেতা আসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ

প্রকাশ: ২০১৮-১২-০৫ ১৯:৪৫:৪৮ || আপডেট: ২০১৮-১২-০৫ ১৯:৪৬:১৫

বীর কন্ঠ ডেস্ক :

নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির যুগ্ন মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন বলে জানিয়েছেন জেলার পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া। আদালত সুত্রে জানা গেছে, ২০১৩ সালে চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই মিজানুর রহমান আদালতে আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে আদালত তার মঞ্জুর করেছেন। এরপর আসলাম চৌধুরীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে পুনঃরায় কারাগারে পাঠানোর নিদের্শ দেয়। প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে শাহবাগে হেফাজতে ইসলাম রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করেছিল। শাপলা চত্বর থেকে হেফাজতের কর্মীদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনী অপারেশন সিকিউর শাপলা পরিচালনা করে। সেদিন পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ। পরেরদিন ৬ মে হেফাজতের আমির আহমদ শফীকে ঢাকায় আটকে রাখার গুজব তুলে হাটহাজারীতে সড়ক অবরোধ করে রাখেন মাদ্রাসার ছাত্ররা। এসময় পুলিশ-হেফাজতের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ৬ জন নিহত হওয়া ঘটনা ঘটেছিল। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হাটহাজারী থানার ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার-পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় আসামিরা সবাই স্থানীয় বিএনপির ও হেফাজতের নেতা-কর্মী। জানা যায়, ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্র করার’ অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এদিকে আসলাম চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে চট্টগ্রাম জেলা রির্টানিং কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *