চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৪ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার সুযোগ দিন : সামশুল হক চৌধুরী

প্রকাশ: ২০১৮-১২-১৬ ০০:৪৫:১২ || আপডেট: ২০১৮-১২-১৬ ০০:৪৫:১২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মেহের আটি ৯নং ওয়ার্ড আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বিগত দুবারের নির্বাচিত সাংসদ ও বর্তমানে আওয়ামী লীগ এবং মহাজোটের মনোনীত প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়া ছিল দীর্ঘদিন ধরে একটি অবহেলিত জনপদ। এই অবহেলিত জনপদকে বিগত ১০ বছরে শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় উন্নয়নের মডেল জনপদে পরিণত করা হয়েছে। এ সময়কালে প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। এমন কোন পাড়া মহল্লা ও ওয়ার্ড এবং ইউনিয়ন যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমানে পটিয়ায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল মেহের আটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং শিক্ষানুরাগী এ ওয়ার্ডের প্রধান সমন্বয়ক আলহাজ্ব জামাল সাত্তার মিয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বক্তব্য রাখেন কুসুমপুরা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, চৌধুরী আবুল কালাম, মাহমুদুল হক, সিরাজুল ইসলাম, এম. এজাজ চৌধুরী, ইউনিয়ন আ’লীগ সভাপতি জাকারিয়া ডালিম, সেক্রেটারী কাজী মোরশেদ, শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল আবছার, এডভোকেট হোসেন রানা, নুরুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম পিংকু, নুরুল আলম মেম্বার, ওয়ার্ড আ’লীগ সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সম্পাদক আজমগীর টিপু, যুবলীগ নেতা আবদুল মান্নান রানা, শফিউল আজম, আবুল কাসেম চৌধুরী, আজম খান, মো. আবছার, ছাত্রনেতা কোরবান আলী, বোরহান, মো. ইদ্রিস চৌধুরী, মো. মহসীন তালুকদার, ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এতে সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনার জন্য আলহাজ্ব জামাল সাত্তার মিয়াকে প্রধান সমন্বয়ক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *