চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রকাশ: ২০১৯-০১-০৭ ০০:০১:৪৫ || আপডেট: ২০১৯-০১-০৭ ০০:০১:৪৫

আনোয়ারা প্রতিনিধি: কর্ণফুলী টানেলের পূর্বপ্রান্তে (আনোয়ারা অংশ) সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণের ন্যায্য ক্ষতিপূরণ ও বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসির পক্ষে এ স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। এতে বলা হয়, ক্ষতিগ্রস্তদের সর্বশেষ অধিগ্রহণ বিধি অনুসারে ৩ গুণ ক্ষতিপূরণ প্রদান, বাস্তুচ্যুতদের পদ্মাসেতু প্রকল্পের আদলে পুনর্বাসন ব্যবস্থা, পুনর্বাসনের পূর্বে ক্ষতিগ্রস্তদের বাস্তুচ্যুত না করাসহ আমলাতান্ত্রিক দীর্ঘ সূত্রিতা পরিহারে ভূমির ক্ষতিপূরণের ভার ভূমি অধিদপ্তর এবং স্থাপনাসমূহের ক্ষতিপূরণের দায়িত্ব সেতু কর্তৃপক্ষকে প্রদান করার দাবি জানান।

জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর আগে আদালত চত্বরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ সময় তাদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন বৈরাগ ইউপির সাবেক চেয়ারম্যান নোয়াব আলী, দুদুল কান্তি দত্ত, এম এ রশিদ ও কলে­াল সেন প্রমূখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *