চট্টগ্রাম, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

ফারুক খান তুহিন

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরকে বীর কন্ঠ সম্পাদক’র শুভেচ্ছা

প্রকাশ: ২০১৯-০১-০৭ ২১:০১:১০ || আপডেট: ২০১৯-০১-০৭ ২১:০১:১০

ঢাকা অফিস, বীর কন্ঠ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈচিংয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন  বীর কন্ঠ সম্পাদক কাইছার হামিদ। আজ ( ৭ জানুয়ারী) সন্ধ্যায়  ঢাকাস্থ মন্ত্রী এ্যাপার্টমেন্টে নব নিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন কোম্পানী এবং বিশিষ্ট কৃষিবিদ সালাহ উদ্দিন।

সৌজন্য সাক্ষাত প্রদানের পূর্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বীর বাহাদুর । সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৩০০ নং বান্দরবান আসনে বিপুল ভোটে জয়লাভ করে ৬ষ্ঠ বারের মত সাংসদ হওয়ার গৌরব অর্জন করেন। গত সংসদে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সুনাম কুড়ান।

পার্বত্য ‘বীর’ বীর বাহাদুরকে এবার পূর্ণ মন্ত্রী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর ন্যায্য দাবিকে সমর্থন করে বীর বাহাদুরকে পূর্ণ মন্ত্রী করেন।

এদিকে বীর বাহাদুর মন্ত্রী হওয়ায় পাহাড়ের মানুষদের মাঝে উচ্ছাস ছড়িয়ে পড়ছে। অনেককে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

এক বিবৃতিতে বীর কন্ঠ সম্পাদক কাইছার হামিদ বলেন, বীর বাহাদুরকে পূর্ণ মন্ত্রী করায় পার্বত্যবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *