চট্টগ্রাম, , রোববার, ১৯ মে ২০২৪

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ভ্রাম্যমান অাদালতে ২০ হাজার ৪ শত টাকা জরিমানা

প্রকাশ: ২০১৯-০১-০৭ ২০:১৫:৪৩ || আপডেট: ২০১৯-০১-০৮ ০০:১৭:১৪

অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ

বোয়ালখালীতে ভ্রাম্যমান অাদালত পরিচালনা করে বিভিন্ন মামলায় ২০ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়েছে বলে জানা গেছে।৭ জানুয়ারী  পৌরসভা এলাকায়  বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিক এর নেতৃত্বে এই ভ্রাম্যমান অাদালত পরিচালনাকালে পঁচা, বাসী, পোঁড়া তেল, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল এর লাইসেন্স ও নিবন্ধন না থাকার অপরাধে তাহের হোটেল হতে ২০,০০০ ( বিশ) হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, একই সাথে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। এ অাদালত পরিচালনাকালে কাগজ পত্র না থাকার অপরাধে ২ টি সিএনজি অটো রিক্সা জব্দ করার মাধ্যমে আটক করা হয়েছে। বিএসটিআই এর লাইসেন্স না থাকা  এবং রাস্তা দখল করে দোকান বসানোর অপরাধে কয়েকটি দোকান-কে জরিমানা করা হয়েছে একটি ফার্মেসী হতে অবৈধ ও নিষিদ্ধ উত্তেজক ঔষধ জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়েছে। এসব অভিযানে মোট ২২হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।

মোঃ একরামুল ছিদ্দিক  বলেন- জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *