চট্টগ্রাম, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আলোকিত জীবন গড়তে হাতে কলমে প্রশিক্ষিত হতে হবে : পটিয়ায় রেনেসাঁ ইনিষ্টিটিউটের পরিক্ষার্থীদের বিদায় অনুষ্টানে বক্তারা

প্রকাশ: ২০১৯-০১-০৮ ০০:২১:৪০ || আপডেট: ২০১৯-০১-০৮ ০০:২১:৪০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া রেনেসাঁ কম্পিউটার ইনিষ্টিটিউটের বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্টিতব্য বেসিক ট্রেড পরিক্ষার্থীদের বিদায় অনুষ্টান গতকাল ইনিষ্টিটিউট মিলনায়তনে অনুষ্টত হয়। এতে সভাপতিত্ব করেন ইনিষ্টটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হক রানা।

প্রধান অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর। প্রধান বক্তা ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। বক্তব্য রাখেন মো. ইসমাইল, জামসেদ হোসাইন, প্রত্যয় বড়ুয়া, বসন্ত ঘোষ, মো. ইমরান, সজিব, আবু হামজা। এতে পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন মো. ইসমাইল, সানজিদা ফাতেমা, মুনমুন আকতার, সানজিদা আকতার, ফাতেমাতুজ জোহরা। উপস্থপনায় ছিলেন জিল্লুর রহমান। এতে বক্তারা দক্ষিণ চট্টগ্রামের রেনেসা কেন্দ্রের বেসিক ট্রেড পরীক্ষার সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং ১১ জুন বোর্ড ফাইনাল পরীক্ষা পটিয়া সরকারী কলেজ ভেন্যুতে সফল করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এতে অতিথিবৃন্দ বলেন, আলোকিত জীবন গড়ার জন্য শিক্ষার্থীদেরকে হাতে কলমে প্রশিক্ষিত হতে হবে। তারা যুগের প্রয়োজনকে মূখ্য হিসেবে কাজে লাগাতে সচেতনতার উপর গুরত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *