চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ ১২ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশ: ২০১৯-০২-১৮ ১৯:০৩:২১ || আপডেট: ২০১৯-০২-১৮ ১৯:০৩:২১

রফিকুল আলম : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার হুমায়ুন কবিরের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় প্রার্থীদের সাথে ব্যাপক কর্মী সমর্থক ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে আসে। সোমবার ১৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: আবছার উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন নাহার,রাজিয়া মাসুদ ও শারমীন আকতার। ভাইস চেয়ারম্যান পদে বিশ্বজিৎ রাহা,মোহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী,ইসমাইল মজুমদার,এম রেজাউল করিম দিলু,রতন কান্তি চৌধুরী ও সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।

এসময় মনোনয়ন পত্র জমা দানের সময় চেয়ারম্যান পদের প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন’র সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন, সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব,জাফত নগর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম ও সাবেক ইউপি চেয়্যারম্যান মাহমদুল হক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব মনোনয়ন পত্র জমাদান কালে উপস্থিত ছিলেন, মাহমদুর রহমান চেীধুরী,আহমদ হোসেন ভাষানী ও আবদুল কুদ্দুস,আকতার উদ্দিন, জেবুন নাহার। এসব প্রার্থীদের মনোয়ন পত্র বাছাই ২০ ফেব্রুয়ারি,প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি,প্রতিক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি ও নির্বাচন ১৮ মার্চ অনুষ্টিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *