চট্টগ্রাম, , সোমবার, ১৩ মে ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

গর্জনিয়ায় ১লক্ষ ১৪ হাজার টাকার বার্মিজ সিগারেটসহ ২ব্যক্তি আটক

প্রকাশ: ২০১৯-০২-২৫ ২২:৩৩:২৭ || আপডেট: ২০১৯-০২-২৫ ২২:৩৩:২৭

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ২৫ ফেব্রুয়ারী ২০১৯ ইং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া ফাঁড়ী পুলিশের বিশেষ অভিযানে মিয়ানমারে তৈরি ১৯ শত প্যাকেট বার্মিজ মারবেল সিগারেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে। পুলিশ জানান উদ্ধার করা সিগারেটের আনুমানিক মুল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। সোমবার (২৫ ফেব্রুয়ারী) ভোর রাতে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা রবাড্রম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই মনজুর এলাহীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বার্মিজ মরবেল সিগারেটসহ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা আমতলী গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দন (১৮) ও একই গ্রামের মকবুল আহাম্মদের ছেলে বদিউর রহমান(২৫)কে আটক করতে সক্ষম হয়। গর্জনিয়া ফাঁড়ী পুলিশের ইনচার্জ মোঃ আলমগীর বিষয়টি স্বীকার করে বলেন, সন্ত্রাস, চোর,ডাকাত ও অসাধু মাদক ব্যবসায়ী, চোরাচালান কারবারীদের ধরতে ফাঁড়ী পুলিশের এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *